কয়লা বোঝাই লরির সঙ্গে সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ। এমন ঘটনায় আহত ১৫ জন। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমার জামালদহে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে। গাড়ি দুটির সংঘর্ষের পরই এদিকে ঘটনার পরই ওই বাস ও ট্রাকে আগুন লেগে যায়। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সূত্রের খবর, সকালে মাথাভাঙা থেকে ওই সরকারি বাসটি শিলিগুড়িতে যাচ্ছিল। সেই সময় জামালদহে রাজ্য সড়কের উপর একটি কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনার জেরে বাসের বহু যাত্রী আহত হন। স্থানীয়দের চোখে ঘটনাটি পড়তেই তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জেসনিয়েছেন ওই হাসপাতালের কর্মরত চিকিৎসকেরা।
আহত যাত্রীদের বাস থেকে উদ্ধার করার পরই ট্রাক ও বাসে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে শুরু করে গাড়ি দুটি। খবর পেয়ে দমকলবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় এলাকাজুড়ে। পুরো ঘটনাটির তদন্ত শুরু করছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, কোচবিহার।