মেলা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ২ যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারুইপুরের নবগ্রাম এলাকায়। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকাজুড়ে। এরপর এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তকে চিহ্নিত করায় স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্রের খবর, মৃত ওই যুবকদের নাম সাজ্জাত মণ্ডল ও শারফুদ্দিন লস্কর। নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোড়দা এলাকার বাসিন্দা সাজ্জাত। এদিকে একই পঞ্চায়েতের হিমচির বাসিন্দা শারফুদ্দিন। মঙ্গলবার সন্ধেয় দু’জনে একসঙ্গেই মেলায় গিয়েছিলেন। রাত দুটো নাগাদ পরিবারের সদস্যরা খবর পান, সাজ্জাত ও শারফুদ্দিন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত তাদের উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসকেরা সাজ্জাতকে দেখে মৃত বলে ঘোষণা করেন। শারফুদ্দিনকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শারফুদ্দিন হাসপাতালে জানায়, গুলির নেপথ্যে বলাই নামে একজন যুক্ত রয়েছে। তার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় শারফুদ্দিনেরও। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। এই খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। তাদের সামনেও অশান্তি চলতে থাকে। দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ার পরও উত্তজনা কিছুটা প্রশমিত হয়। অভিযুক্ত কেনও তাদেরকে মারার পরিকল্পনা করেছে? অভিযুক্তের সঙ্গে তাদের কি বা সম্পর্ক ছিল তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
ফোর্টিন টাইমলাইন, উত্তর ২৪ পরগনা।