North 24 Pargana : অ্যাম্বুলেন্সের সঙ্গে ধাক্কা লরির, আহত ৬

আরও পড়ুন

হাসপাতালে যাওয়ার পথে লরির সঙ্গে সংঘর্ষ লাগলো অ্যাম্বুলেন্সের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পানিহাটির স্বদেশী মোড়ে। এমন ঘটনার জেরে আহত হয়েছেন ছ’জন। তাদের মধ্যে দু’জনের পরিস্থিতি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। লরির সঙ্গে ধাক্কা লেগে আগুনে পুড়ে যায় অ্যাম্বুল্যান্সটি।

সূত্রের খবর, আড়িয়াদহ থেকে এক রোগীকে নিয়ে বিটি রোড ধরে ব্যারাকপুরের একটি হাসপাতালে যাচ্ছিল কামারহাটি পুরসভার একটি অ্যাম্বুলেন্স। এইদিকে পানিহাটি স্বদেশী মোড়ের দিক থেকে একটি লরি আসছিল। সেই সময়ই অ্যাম্বুলেন্সটি ও লরির সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার সঙ্গে সঙ্গে লরি এবং অ্যাম্বুল্যান্সটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ এবং দমকলবাহিনী। এরপর বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফোর্টিন টাইমলাইন, উত্তর ২৪ পরগনা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close