Bongaon: একুশ কোটি টাকার সোনা উদ্ধার করে বড় সাফল্য বিএসএফ-এর

আরও পড়ুন

ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার হল বিপুল পরিমান সোনা। বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় উদ্ধার সাড়ে ৪১ কেজি সোনা! ইচ্ছামতী নদী দিয়ে নৌকা করে সোনা পাচার করার সময় ধরা পড়ে যায় পাচারকারীরা। বিএসএফ জওয়ানরা তাদের তাড়া করলে খরস্রোতা ইছামতিতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায় পাচারকারীরা। সাড়ে ৪১ কেজি সোনার মধ্যে ছিল ৩২১টি সোনার বিস্কুট, ৪ টি সোনার বার এবং ১ টি সোনার কয়েন পাওয়া যায় পাচারকারীদের কাছ থেকে। উদ্ধার হওয়া সোনার বাজার দর ২১ কোটি ২২ লক্ষ টাকা। পাচারকারীদের ধরতে না পারলেও বাজেয়াপ্ত করা হয়েছে সোনা পাচারকারীদের মোবাইল ফোনগুলি। তবে মোবাইল ফোনগুলি থেকে পাচারকারীদের নাম, ঠিকানা মিলতে পারে বলে অনুমান বিএসএফের।

অন্যদিকে,তথ্যাভিজ্ঞ মহলের ধারনা, পাচারকারীদের ধরতে পারলে এই চক্রের মূল পান্ডাদের খোঁজ পাওয়া যেত।

ফোর্টিন টাইম লাইন, বনগাঁ, উত্তর ২৪ পরগণা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close