শুক্রবার গভীর রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে অশোকনগরের শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের টালিখোলায়। মৃত ওই শিশুর নাম মুস্তাফা হক। বয়স সাড়ে তিন বছর। বাড়ির বড়দের সঙ্গে সে মামার বিয়েতে বরযাত্রী হতে এসেছিল টালিখোলায়।
সূত্রের খবর, শুক্রবার রাতে পরিবারের এক সদস্যদের সঙ্গে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার উল্টোদিকে থাকা একটি দোকানে যাচ্ছিল মুস্তাফা। সেই সময় রাজবেরিয়ার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেট গাড়ির সঙ্গে ধাক্কা লাগে মুস্তাফার। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। পরিবারের সদস্যরা তাকে তড়িঘড়ি অশোকনগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এমন খবর পেয়ে শোকের ছায়া নেমে এসেছে মুস্তাফার পরিবারের ওপর। অন্যদিকে প্রাইভেট গাড়িটিকে আটক করলেও চালক পলাতক বলে খবর।
ফোর্টিন টাইমলাইন, অশোকনগর, উত্তর ২৪ পরগণা।