Dakshin 24 Pargana : অটোস্ট্যান্ডের কাছে রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়

আরও পড়ুন

অটোস্ট্যান্ড থেকে এক অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার আমতলার একটি অটোস্ট্যান্ডের কাছে। ওই ব্যক্তির মৃতদেহ সেখানে কিভাবে এল তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

সূত্রের খবর, মৃত ওই ব্যক্তির নাম বিনোদ সাউ, বয়স ৪০ বছর। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার আমতলা অটোস্ট্যান্ডের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের অনুমান, ওই ওই ব্যক্তিকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। মদের আসরে বচসা থেকে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে আটক করা হয়েছে।

ফোর্টিন টাইমলাইন, দক্ষিণ ২৪ পরগনা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close