স্কুলের ল্যাবরেটরিতে বিস্ফোরণের জেরে জখম হলেন শিক্ষক-সহ অন্তত ১০ জন ছাত্রী। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমার টাকি পুরসভার টাকি ষষ্ঠীচরণ নীলমাধব বালিকা বিদ্যালয়ে। এমন ঘটনার জেরে উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।
সূত্রের খবর, এদিন দুপুরে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রীদের নিয়ে ওই স্কুলের শিক্ষক ল্যাবরেটরির তালা খুলে ঢুকে কাজ করছিলেন। সেই সময় হঠাৎই আমোনিয়া গ্যাসের জারে বিস্ফোরণ ঘটে। সেখানে ওই শিক্ষক-সহ ১০ জন ছাত্রী আক্রান্ত হন। বিকট শব্দ শুনে অন্যান্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা ছুটে এসে গুরুতরভাবে জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘদিন যাবৎ স্কুলের ল্যাবরেটরি বন্ধ থাকায় রক্ষণাবেক্ষণের অভাব হয়েছিল। তাই অ্যামোনিয়া গ্যাসের জারে বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছে।
ফোর্টিন টাইমলাইন, বসিরহাট, উত্তর ২৪ পরগণা।