Bhatpara : সাতসকালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক যুবকের

আরও পড়ুন

শনিবার সাতসকালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ১২ নম্বর ওয়ার্ডে। সাতসকলেরএমন ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী। মৃত ওই যুবকের নাম মহম্ম্মদ সালাউদ্দিন আনসারী। ভাটপাড়ার বাকড় মহল্লার বাসিন্দা ছিলেন তিনি।

সূত্রের খবর, শনিবার সকালে একটি স্থানীয় চায়ের দোকানে বসেছিলেন ওই যুবক। তখন হঠাৎ ৬-৭ জন দুষ্কৃতীদল এসে তার সঙ্গে কথা বলতে বলতে আচমকা ওই যুবককে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় সালাউদ্দিন পালানোর চেষ্টা করেও নিস্তার পাননি। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পরেন ওই যুবক। এরপরই এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীদের দলটি। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় সালাউদ্দিন আনসারীকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।

ঘটনার পর পুলিশি নিরাপত্তায় মুড়ে খেলা হয় সমগ্র এলাকাটিকে। ঠিক কি কারনে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা।

ফোর্টিন টাইমলাইন, ভাটপাড়া, উত্তর ২৪ পরগনা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close