South 24 Pargana : বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই প্রায় ৪০ দোকান

আরও পড়ুন

বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ঝুপড়িতে ভয়াবহ আগুনে প্রায় ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার সন্তোষপুর রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের পাশে একটি ঝুপড়িতে। খবর পেয়ে দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সূত্রের খবর, ওই ঝুপড়িতে আগুন লাগার আগে বেশ কয়েকবার বিকট শব্দ শোনা গিয়েছে। ঘিঞ্জি এলাকার কারনে আগুন নিমেষের মধ্যেই ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের জেরে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। স্টেশনের কাছে ঝুপড়িতে আগুন লাগার জেরে শিয়ালদা-বজবজ-সহ বেশ কিছু শাখায় রেলগাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। রেলগাড়ি চলাচল বন্ধ থাকার কারনে সমস্যায় পড়েছেন রেলযাত্রীরা। এক প্রত্যক্ষদর্শীর দাবি, এমন অগ্নিকাণ্ডের জেরে স্টেশনের কাছে অন্তত ৩০-৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দমকলের ৬টি ইঞ্জিন আগুন নেভাতে তৎপর হয়। তবে ঠিক কি কারনে এমন ভয়াবহ আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল।

ফোর্টিন টাইমলাইন, দক্ষিণ ২৪ পরগণা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close