Dakshin 24 Pargana : এগরার পর এবার বজবজে ভয়াবহ বিস্ফোরণ

আরও পড়ুন

পূর্ব মেদিনীপুরের এগরার পর এবার বজবজ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। রবিবার সন্ধ্যায় বজবজ মহেশতলার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিআইডি-কে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রবিবার রাত ৮ টা নাগাদ ওই বাজি কারখানায় আগুন লাগে। বিকট শব্দে বিস্ফোরণ হয় সেখানে। সাধারণ বাজি ছাড়াও বেআইনি বাজি সেখানে তৈরি ও মজুত করা হয়েছিল। এরপর পুলিশকে খবর দিতেই তারা ঘটনাস্থলে পৌঁছে বেআইনি বাজি বিক্রির অভিযোগে বজবজের বিভিন্ন এলাকা থেকে ৩৪ জনকে গ্রেফতার করে। উদ্ধার করা হয়েছে ২০ হাজার কেজিরও বেশি বাজি। সিআইডি এর তদন্তভার নিয়ে তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরার একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেখানেও বেআইনিভাবে বাজি তৈরি করা হতো। সিআইডি এগরার বিস্ফোরণকাণ্ডেরও তদন্তভার নিয়েছিল। এরপর তদন্ত করে ওই বাজি কারখানার মালিক ভানু বাগেরও খোঁজ পাওয়া যায়। কিন্তু ওই বিস্ফোরণে মৃত অবস্থায়। রবিবার বজবজের ঘটনায় ফের একবার এসপি-সিপিদের একই নির্দেশ দেওয়া হয়। বেআইনি বাজি কারখানায় অভিযানের পাশাপাশি, লাইসেন্স প্রাপ্ত বাজি কারখানাগুলিতেও সারপ্রাইজ ভিজিট করার কথা বলা হয়েছে তাদের, যেনও কেউ বেআইনি বাজি কোনওভাবে মজুত করতে এবং তৈরি করতে না পারে।

ফোর্টিন টাইমলাইন, দক্ষিণ ২৪ পরগনা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close