বেআইনিভাবে নদীর চর বিক্রি করার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার কুলতলি ব্লকের গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায়। ওই এলাকার নদীর চর বেআইনিভাবে দখল ও বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতার নাম নেতার নাম অর্জুন কৃষ্ণ বায়েন। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা। কুলতলি পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ গুণধর সর্দার জানান, বিষয়টি বেআইনি। পুরোটাই খাসজমি বলে জানান তিনি। অন্যদিকে, সিপিআইএম-এর দাবি- শাসকদলের মদতেই এসব কাজ করা হচ্ছে।
উল্লেখ্য, ১৯৮০ সালের আগে প্রাকৃতিক নিয়মেই ঠাকুরান নদী তার গতিপথ পরিবর্তন করে। নদী গতিপথ পরিবর্তন করতেই এই এলাকায় একটি বিরাট চর তৈরি হয়। সেই জায়গা বিক্রিও শুরু হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। সেই জায়গা কিনে বসবাসও শুরু করেছেন শম্ভু সর্দার নামের একজন। অনেকেই দোকানপাটও বানিয়েছেন।
তবে কত টাকার বিনিময়ে তিনি ওই জায়গা দখল করছেন তা নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি শম্ভু সর্দার। এই ঘটনায় অভিযুক্ত অর্জুন কৄষ্ণ বায়েনের দাবি, তার ওপর প্রতিহিংসার কারনে কুৎসা ও তার নামে অপপ্রচার করা হচ্ছে। তিনি কোনও বেআইনি কাজ করেননি। পুরো বিষয়টি তদন্ত করা হোক বলেও দাবি জানান বিরোধী দলগুলি-সহ স্থানীয় বাসিন্দারা।
ফোর্টিন টাইমলাইন, কুলতলি, দক্ষিণ ২৪ পরগণা।