North 24 Parganas: মহিলা হোম গার্ডের ঝুলন্ত দেহ উদ্ধার

আরও পড়ুন

নিজের ফ্ল্যাট থেকে নোয়াপাড়াçvñ থানার লেডি হোমগার্ড ঊমা দাস হালদারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গারুলিয়ায়। সূত্রের খবর, সোমবার গাড়ুলিয়া মেন রোডের পিনকল মোড়ের একটি আবাসন থেকে উদ্ধার করা হয় এই মহিলা হোমগার্ডের ঝুলন্ত মৃতদেহ।

পারিবারিক সূত্রের খবর ,তাদের জামাই তাদের মেয়েকে রোজ মারধর করত। তাই এই জন্যই তাকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে বলে আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা। উমা দাস হালদার নোয়াপাড়া থানার হোমগার্ডে কর্মরত ছিলেন। এই বিষয়ে মৃতার মা কি বলছেন শুনব-

প্রসঙ্গত, সোমবার সকালে ডিউটি যোগ না দেওয়ায় সন্দেহ হয় তার সহকর্মীদের। বেশ কয়েকবার ফোন করা হলেও তার কোনও উত্তর পাওয়া যায়নি। এরপর পরিবারের লোকজনকে খবর দ তার সহকর্মীরা। এমনকি পরিবারের থেকেও বেশ কয়েকবার ফোন করা হলে তারাও কোনও উত্তর পাননি। ফলে সন্দেহ হয় পরিবারের। তারপর এদিন সন্ধ্যের পর নোয়াপাড়া থানার cপুলিশের সহযোগিতায় ফ্ল্যাটের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ঊমার মৃতদেহ। পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই ঊমার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত তার স্বামী সৌমেন কুমার মন্ডল। দোষীর কঠোর শাস্তির দাবিতে পুলিশের দ্বারস্থ মৃতার পরিবার। ঊমার দাদা সৌমেন দাস কি বলছেন শোনাবো –

ফোর্টিন টাইম লাইন , বরানগর,উত্তর ২৪ পরগনা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close