Dakshin 24 Pargana : পরীক্ষা দিতে যাওয়ার পথে লরির ধাক্কায় খুদে নিহত

আরও পড়ুন

বাবার সঙ্গে পরীক্ষা দিতে যাওয়ার সময় স্কুলে যাওয়ার পথে নিহত হল এক চতুর্থ শ্রেণির ছাত্রী। লরির ধাক্কায় মৃত্যু হয়েছে তার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার কৃষ্ণপুর এলাকায়। ঘটনাটির জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর, নিহত ওই ছাত্রীর নাম কৌশিকী বাগ। কৃষ্ণপুর এলাকার একটি বেসরকারি স্কুলের ছাত্রী ছিল সে। মঙ্গলবার বাবা ধ্রুব বাগের সঙ্গে সাইকেলে করে পরীক্ষা দিতে যাচ্ছিল কৌশিকী। স্কুল থেকে কিছুটা দূরে একটি পণ্যবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে সেই সাইকেলের সঙ্গে ধাক্কা মারে। ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে কৌশিকী। স্থানীয় বাসিন্দাদের চোখে ঘটনাটি পড়তেই তারা তাদের উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, লরিটি প্রচণ্ড গতিতে ছুটছিল। সেই কারনেই দুর্ঘটনাটি ঘটেছে। ছাত্রীর মৃত্যুর খবর পেয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে লরিটিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিষ্ণুপুর থানার পুলিশ। বিক্ষোভকারীরা স্কুলের সামনে স্থায়ী ভাবে সিভিক ভলান্টিয়ার মোতায়েনের দাবি জানান।

এমন ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তারা এসে লরির চালক এবং খালাসিকে গ্রেফতার করেছে।

ফোর্টিন টাইমলাইন, কৃষ্ণপুর, দক্ষিণ ২৪ পরগণা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close