গোয়ালঘরে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ভাটপাড়ার একটি এলাকা। আহত হল একটি অবলা গরু। বুধবার সকালে ভাটপাড়ার মেঘনা এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের গলিতে ঘটনাটি ঘটেছে। বুধবার কাকভোরে দুষ্কৃতীরা একটি গোয়ালঘরে বোমা ফেলে রাখে বলে অভিযোগ। ফলে তাতে মুখ দিতে গিয়ে আহত হয়েছে একটি আহত একটি অবলা জীব বলে অনুমান।
এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জগদ্দল থানার পুলিশ। করা এই বোমাবাজির সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে এমন ঘটনার ফলে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে সমগ্র ভাটপাড়া এলাকায়।
ফোর্টিন টাইমলাইন, ভাটপাড়া, উত্তর ২৪ পরগণা।