Dumdum: দমদম শাখায় বন্ধ ১০ ঘন্টা রেল চলাচল, বাতিল ৩৮টি লোকাল

আরও পড়ুন

চলতি সপ্তাহের শনিবার মধ্য রাত থেকে রবিবার সকাল সাড়ে ৯ টা পর্যন্ত দমদম শাখায় বন্ধ থাকবে রেল পরিষেবা। শিয়ালদহ এবং দমদমের মাঝে ২২ নম্বর ব্রিজের গার্ডারিংয়ের কাজের জন্যই এমন সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই দমদম শাখায় ৩৮টি লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। রবিবার ভোরবেলা থেকে যে সব আপ ও ডাউন লোকাল রেলগাড়ি বাতিল করা হয়েছে, তার মধ্যে রয়েছে নৈহাটি, রানাঘাট, বজবজ, হাবড়া, ব্যারাকপুর, কল্যাণী, শান্তিপুর, বারাসত, দত্তপুকুর, গেদে লোকাল, হাসনাবাদ, ডানকুনি। অপরদিকে ডাউন পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনকন্যা, গৌড়, দার্জিলিং, বালিয়াকে মাঝপথেই দাঁড় করিয়ে রাখার সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের। রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও বেশকিছুক্ষণ দেরিতে ছাড়বে। যার জেরে সমস্যায় পড়তে হবে নিত্য যাত্রীদের। অন্যদিকে জুলাই মাস থেকে ফের ট্রেনে ফিরতে চলেছে অসংরক্ষিত কামরা। মূলত কোভিডের কারনেই বন্ধ রাখা হয়েছিল অসংরক্ষিত কামরা। তা আবার জুলাই মাস থেকে ফিরতে চলেছে। এমন খবরে খুশির জোয়ার লক্ষ্য করা গিয়েছে যাত্রীমহলে।

ফোর্টিন টাইমলাইন, উত্তর ২৪ পরগনা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close