South 24 Pargana : বিধ্বংসী অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ বাবা, ছেলে

আরও পড়ুন

মঙ্গলবার ভোরে বাড়িতে আগুন লেগে ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন বাবা ও ছেলে। সঙ্গে গুরুতরভাবে মা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বিরাটির ১ নম্বর মহাজাতি নগরের একটি বাড়িতে। স্থানীয়দের চোখগে ঘটনাটি পড়তেই তারা আগুন নেভানোর কাজে হাত লাগান। এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ।

সূত্রের খবর, এমন মর্মান্তিক ঘটনার ফলে মৃত্যু হয় ওই বাড়ির ৯২ বছরের বৃদ্ধ বিজয়কুমার বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলে বিদ্যুৎ বন্দোপাধ্যায়। পেশায় তিনি এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী ছিলেন। স্থানীয়দের দাবি, ভোর রাতে একটা বিকট আওয়াজে তাদের ঘুম ভেঙে যায়। তারা বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখেন তাদের প্রতিবেশীর বাড়িতে আগুন লেগে গেছে। সেই আগুনের ধোঁয়ায় চারদিক কালো হয়ে যায়। এরপর স্থানীয় বাসিন্দারা একসঙ্গে হয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান এবং দমকল কর্মীদের খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনীর দুটি ইঞ্জিন। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর তারা ঘরের দরজা ভেঙে অগ্নিদগ্ধ বাবা, ছেলে ও মাকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে পাঠায়। সেখানে কর্মরত চিকিৎসকেরা বাবা ও ছেলেকে দেখে মৃত বলে ঘোষণা করেন এবং মা বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন। তবে ওই বাড়িতে কিভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট জানা যায়নি।

ফোর্টিন টাইমলাইন, উত্তর ২৪ পরগনা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close