পরীক্ষায় পাশ করতে না পারায় এক স্কুল শিক্ষককে বেধড়ক পেটালো একাদশ শ্রেণির ছাত্র। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনারপরগণার ডায়মন্ড হারবারের একটি স্কুলে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্তকে ছাত্র গ্রেফতার করে পুলিশ।
সূত্রের খবর, অভিযুক্ত সেই ছাত্রের নাম ইজাজ আহমেদ মোল্লা। একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র সে। বাড়ি বাশুলডাঙা এলাকায়। বার্ষিক পরীক্ষায় পাশ করতে পারেনি ইজাজ। ছ’টি বিষয়ে পাশ করতে ব্যর্থ হয় সে। তার দাবি, তাকে যেকোনওভাবে পাশ করাতে হবে। এই নিয়ে ইজাজ ও ওই স্কুলের এক শিক্ষকের সঙ্গে তার বচসার সৃষ্টি হয়। অভিযোগ, বচসার পরই সেই শিক্ষকের ওপর চড়াও হয় ইজাজ। বেধড়ক মারধর শুরু করে তাকে। খবরটি জানাজানি হতেই সেই স্কুলের অন্যান্য শিক্ষকরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। এরপর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পুলিশ অভিযুক্ত ওই ছাত্রটিকে গ্রেফতার করে।
ফোর্টিন টাইমলাইন, ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা।