পুনরায় বিস্ফোরণ ভাটাপাড়ায়। সূত্রের খবর, শুক্রবার দুপুরে একটি বন্ধ দোকানে বিস্ফোরণ হয়। ফলে দু’জন গুরুতর ভাবে আহত হন। তাদের স্থানীয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের জেরে সেই দোকানের শাটার ৫০ ফুট দূরে ছিটকে গিয়ে পড়েছে এবং পাশের একটি মাংসের দোকানের দেওয়াল ভেঙে যায়।
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ-সহ দমকল কর্মীরা। স্থানীয় সূত্রে খবর, যেই দোকানটিতে বিস্ফোরণ হয় তা অনেকদিন ধরেই বন্ধ ছিল। শুক্রবার পাশেই একটি মসজিদে জুম্মার নামাজ চলছিল তখনই এই বিস্ফোরণটি হয়। প্রাথমিক ভাবে অনুমান বন্ধ দোকানটিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে এমন দুর্ঘটনা। তবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছেন দায়িত্বে থাকা অফিসারেরা।
ফোর্টিন টাইমলাইন, ভাটপাড়া।