সামনে মাধ্যমিক পরীক্ষা মোবাইল রেখে পড়তে বলেছিলেন মা এনিয়ে অভিমানে আত্মঘাতী হ`ল নাবালিকা।
সূত্রের খবর, সামনে মাধ্যমিক পরীক্ষা এদিকে পড়াশোনায় তার বিশেষ মনোযোগ ছিল না। সারাদিন ফোনে ব্যস্ত থাকত সে। এনিয়ে বৃহস্পতিবার মা বকাবকি করেন।মৃত ছাত্রীর নাম পল্লবী মণ্ডল। তারা দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের সোনারপুর পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে ভাড়া বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকত। রাতে বাবা-মা বাড়িতে ফিরে পল্লবীকে ডাকাডাকি করলেও কোনও সাড়া পায়নি। এরপর তারা পড়ার ঘরে পল্লবীর গলায় ফাঁস লাগানো দেহ দেখতে পান। নাবালিকার বাবা-মায়ের চিৎকার করায় প্রতিবেশীরা ছুটে আসেন। খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশকে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
ফোর্টিন টাইমলাইন,উত্তর ২৪ পরগনা|