রবিবার পৌষ সংক্রান্তির কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে সাগর স্নানে হাজির অসংখ মানুষ।
সূত্রের খবর, প্রতিবছর এই পুন্য তিথিতে জনজোয়ার থাকে চোখে পড়ার মত। পুন্যলাভের আশায় মকরডুব দিতে হাজির হয়েছেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মানুষ। পুন্যস্নান সেরে সকলে ভিড় জমিয়েছেন কপিলমুনির আশ্রমে। সাগরপারে মেলাকে ঘিরে যেনও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ব্যাপারে প্রশাসনের তরফ থেকেও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে ।
ফোর্টিন টাইমলাইন, দক্ষিণ ২৪ পরগণা।