মা ও তার দেড় বছরের কন্যা সন্তানের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের রায়পুরের মণ্ডলপাড়ায়। মঙ্গলবার সকালে তাদের ঘর থেকে মা-মেয়ের দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সূত্রের খবর, মৃতার নাম ডালিয়া মুফতি। সাত বছর আগে রহমান মুফতির সঙ্গে তার বিয়ে হয়। তাদের দু’টি সন্তানও রয়েছে। অভিযোগ, বিয়ের দু’বছর পর থেকেই তার স্বামী মদ্যপ অবস্থায় বাড়িতে এসে অত্যাচার করতো। নেশার জন্য স্ত্রী-র কাছ থেকে জোর করে টাকাও নিত বলে খবর। মৃতার পরিবারের দাবি, তাদের মেয়ের ওপর দীর্ঘদিন ধরে তার স্বামী দৈহিক এবং মানসিক নির্যাতন চালাতে বলে খবর। বাপের বাড়িতেও তিনি ফিরে যেতে চেয়েছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে তাদের ঘর থেকে বড় মেয়ে ছুটে এসে জানায়-মা এবং ছোট বোনের অগ্নিদগ্ধ হওয়ার খবর। স্থানীয়দের চোখে ঘটনাটি পড়তেই তাদেরকে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসকেরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। সেখান থেকে তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এলাকার মানুষের বক্তব্য- ছোট মেয়েকে নিয়েই গায়ে আগুন দিয়ে থাকতে পারেন ডালিয়া মুফতি। তবে পুলিশ ঘটনাটিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেই তদন্তে এগোতে চাইছে।
ফোর্টিন টাইমলাইন, দক্ষিণ ২৪ পরগণা।