চাকরি চলে যাওয়ায় গৃহবধূ বাপের বাড়ি চলে যায়। ফলে মানসিক অবসাদে মেক খুন করে। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার নারায়ণপুর গ্রামে। নিজের মাকে খুন করে অভিযুক্ত থানায় গিয়ে নিজেই আত্মসমর্তন করে। এমন ঘটনার সৃষ্টি হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।
সূত্রের খবর, ৩০ বছর বয়সী অভিযুক্ত সোমনাথ সাঁতরা হঠাৎই কয়েকদিন আগেই কর্মহীন হয়ে পড়েন। সেই মুহূর্তে তার কোনও রোজগার না থাকায় তার স্ত্রী বাপের বাড়িতে চলে যান। সোমনাথবাবু কোনোভাবে আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত না থাকায় তাদের সংসারে আর্থিক সমস্যা দেখা দেয়। এমন পরিস্থিতিতে স্ত্রী পাশে না থাকায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এরপর থেকে বাড়িতে মা এবং ছেলে সোমনাথই বাড়িতে থাকতো। সোমবার রাতে মায়ের সঙ্গে কোনও কিছু নিয়ে বিবাদ চরমে ওঠে। এরপরই রাগে মায়ের শ্বাসরোধ করে খুন করে সে। মাকে খুন করে থানায় গিয়ে পুরো ঘটনাটির কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন সোমনাথবাবু।
ফোর্টিন টাইমলাইন, উত্তর ২৪ পরগনা।