শুক্রবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল শ্যামনগরের এক খুদের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে শ্যামনগর বাসুদেবপুর থানার কেউটিয়া অশ্বত্থ তলায়। মৃত ওই শিশুর নাম আরোহী দাস, বয়স ছয় বছর। প্রথম শ্রেণীতে পড়াশোনা করত আরোহী। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাসুদেবপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, মায়ের স্কুটিতে চেপে ঘরে ফিরছিল আরোহী। বাড়ির সামনে আচমকাই টাল সামলাতে না পেরে স্কুটি থেকে পড়ে যায় সে। সেই সময় উল্টোদিক থেকে দ্রুত গতিতে ছুঁটে আসা একটি ট্রাক পিষে বেরিয়ে যায় আরোহীকে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় শিশুটির। এই ঘটনার পরেই গাড়ির চালক পলাতক হন। পুলিশ ট্রাকের খালাসিকে গ্রেফতার করেছে। পলাতক চালকের খোঁজ শুরু করেছে বাসুদেবপুর থানার পুলিশ। মৃতদেহটিকে উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠায়।
ফোর্টিন টাইমলাইন, উত্তর চব্বিশ পরগনা।