ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক গৃহ বধূর। মৃত ওই গৃহ বধূর নাম সোমা দাস। বয়স ২৪ বছর। বাড়ি উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের ঠাকুরবাড়ি এলাকায়। সূত্রের খবর গত সোমবার থেকে জ্বরে ভুগছিলেন ওই বধূ। জ্বর না কমায় প্রথমে দেগঙ্গার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। রক্তপরীক্ষা করলে দেখা যায় সোমার ডেঙ্গি হয়েছে। এরপরই ওই গৃহবধূকে বারাসত হাসপাতালে ভর্তি করানো হয় । গত মঙ্গলবার থেকে শুক্রবার তিন দিন চিকিৎসা চলার পর কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল সোমাকে। শনিবার রাতে সেখানেই মৃত্যু হয় ওই গৃহবধূর। এমন খবরে শোকের ছায়া নেমে এসেছে সোমার পরিবারের ওপর।
ফোর্টিন টাইমলাইন, উত্তর ২৪ পরগনা।