North 24 Pargana: দু’দিন ধরে ছেলের মৃতদেহ আগলে বসে মা

আরও পড়ুন

দু’দিন ধরে ছেলের মৃত পচা-গলা দেহ আগলে বসে আছেন মা। খবরটি চাউর হতেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। দু’দিন পর এলাকায় পচা গন্ধ পেলে প্রতিবেশীরা আশপাশে দেখতে শুরু করেন। তারা দেখেন একটি বাড়িতে ছেলের মৃতদেহ আগলে রেখেছেন তার মা। এরপর তারা পুরো ঘটনাটি পুলিশকে জানান। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার জয়গাছি বেলতলা এলাকায়।

সূত্রের খবর, মৃতের নাম সুনীল দত্ত এবং তার মায়ের নাম কমলা দত্ত। তারা দু’জন একসঙ্গে একই বাড়িতে দীর্ঘদিন ধরে থাকতেন। সুনীল দত্ত ছাড়া কমলাদেবীর আরও দু’টি মেয়ে ছিল। তারা আগেই মারা গিয়েছে। বয়সের কারনে তিনি বুঝতে পারেননি তার ছেলে মারা গিয়েছেন। তাই, তাকে আগলে বসেছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় আরও বেশি গন্ধ বের হতে শুরু করে। এরপর তারা আর সহ্য করতে না পারায় পুলিশকে গোটা ঘটনা জানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

প্রতিবেশী ভোলা দাস বলেন, ‘‘আমরা দু’দিন ধরে খুবই দুর্গন্ধ পাচ্ছিলাম। এরপর ওই বাড়ির জানালা খুলে উঁকি দিয়ে দেখতেই একটা দেহ বিছানায় পড়ে থাকতে দেখা যায়। তার মা পাশেই বসেছিলেন। দুর্গন্ধ বেরোচ্ছে দেখেই বুঝতে পারি তিনি মারা গিয়েছেন। এরপর পুলিশ খবর পেয়ে দেহ উদ্ধার করে।’’ বার্ধক্যজনিত অসুখ আর কাকে বলে!

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close