Panihati : স্ত্রীকে কুপিয়ে অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর

আরও পড়ুন

স্ত্রী-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তারপর অ্যাসিড ঢেলে দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে পানিহাটির ঘোলা কর্নমাধবপুর এলাকায়। জানা গেছে ,গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর,পরিস্থিতি আশঙ্কাজনক বুঝে সেখানকার চিকিৎসকেরা তাঁকে কলকাতার সাগরদত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেছে বলে খবর সূত্রের ।

প্রসঙ্গত, স্থানীয় বাসিন্দারা জানান – আহত মহিলার অবস্থা এতটাই খারাপ যে বাঁচার সম্ভাবনা খুবই কম। একবারে রক্তারক্তি কাণ্ড চারিদিকে। এই নৃশংস আক্রমণ দেখে হতবাক এলাকাবাসী।
এই ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে অভিযুক্ত পলাতক। তার খোঁজে ইতিমধ্যেই ঘোলা ও নিউ ব্যারাকপুর থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে।

ফোর্টিন টাইমলাইন, পানিহাটি, উত্তর ২৪ পরগণা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close