Nadia : বিরল প্রজাতির মাছ পেয়েই গঙ্গায় ছাড়লেন বিক্রেতা

আরও পড়ুন

বিরল প্রজাতির কাতলা মাছ উদ্ধার হল। নদিয়ার গঙ্গা থেকে উদ্ধার করা হয় সেই বিরল প্রজাতির কাতলা মাছ। এই মাছ উদ্ধার করায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।

সূত্রের খবর, নদিয়ার বেথুয়াডহরী মাছ বাজারে মৎস্য বিক্রেতা দীপঙ্কর রাজবংশী শুক্রবার সকালে গঙ্গায় একটি কাতলা মাছ দেখতে পান। জলে ওঠার পর দেখা যায় কাতলা মাছটি বিরল প্রজাতির। সেই মাছটির পাখনাগুলি বড়-বড় এবং রঙিন। এই মাছ দেখতেই বাজারে ভিড় জমে যায় প্রত্যক্ষদর্শীদের।

এবিষয়ে মৎস্য বিক্রেতা দীপঙ্কর রাজবংশী বলেন, এত সুন্দর মাছটি তিনি আবার গঙ্গায় ছেড়ে দিয়ে আসবেন। ওই মাছটি কেটে তিনি বিক্রি করতে চান না। তিনি আরও বলেন, মাছটিকে তিনি যদি না কেটে গঙ্গায় ছেড়ে দিয়ে আসেন, তাতে তার ব্যবসায় এমন কোনও ক্ষতি হবে না। তাতে মাছটি এযাত্রায় অন্তত বেঁচে যাবে। তার এমন নির্লোভ মানসিকতায় খুশি বিক্রেতারা।

ফোর্টিন টাইমলাইন, নদিয়া, উত্তর ২৪ পরগনা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close