South 24 Parganas & Howrah: অত্যাধুনিক সুবিধা নিয়ে ১২ জানুয়ারি থেকে সাগর মেলা শুরু

আরও পড়ুন

আগামী ১২ জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে। কিন্তু প্রস্তুতি থাকছে ৮ জানুয়ারি থেকেই। চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। এই মেলা নিয়ে যেনও কোনরকম বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার অবনতি না হয়, তার জন্য প্রশাসনের শীর্ষ অফিসাররা নজরদারি করবেন। বুধবার নবান্নে গঙ্গাসাগর মেলা নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলায় যাতায়াতের জন্য পূর্ব রেল শিয়ালদা থেকে ৬৬ টি অতিরিক্ত ট্রেন চালাবে। প্রতিদিন ১৬ থেকে ১৭ টি অতিরিক্ত ট্রেন চলবে ক্যানিং, নামখানা ও কাকদ্বীপ শাখায়। এদিনের বৈঠকের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতায়াতের জন্য প্রয়োজনীয় বাস রাখতে। ২হাজার ২৫০ টি অতিরিক্ত বাস তীর্থযাত্রীদের জন্য রাখা হবে। মেলা প্রাঙ্গণে থাকবে ১হাজার ১৫০ টি ক্লোজ সার্কিট টিভি ক্যামেরা। তিরিশটি অ্যালার্ম বাটন থাকবে মেলার বিভিন্ন প্রান্তে। ৫০ টি ফায়ার ব্রিগেড গাড়ি থাকবে। ৩২টি ভেসেল গাড়ি পারাপারের জন্য থাকবে। ১০০টি লঞ্চ থাকবে যাতায়াতের জন্য। অস্থায়ী হাসপাতাল থাকবে ৩০০ বেডের। সাতটি অস্থায়ী হাসপাতালে ৩০০ বেড থাকবে। ১০ হাজার টয়লেট থাকবে পুরুষদের জন্য। মহিলাদের জন্য ৭০০ ওয়াশরুম থাকবে। পানীয় জলের জন্য ছোট ছোট সাত লক্ষ পাউচ রাখা হবে মেলা প্রাঙ্গণে। ২৮ জায়গায় ফার্স্ট এইড সার্ভিস রাখা হবে। বারোটা জায়গায় মেডিকেল টিম থাকবে ও ১০০ অ্যাম্বুলেন্স থাকবে পরিষেবার জন্য। রাখা হচ্ছে তিনটি ওয়াটার অ্যাম্বুলেন্স। থাকবে একটি এয়ার অ্যাম্বুলেন্সও।

মুখ্যমন্ত্রীর নির্দেশ ভিআইপিরা পাইলট কার নিয়ে মেলা প্রাঙ্গনে ঢুকতে পারবে না। বাংলা সহ আট ভাষায় তীর্থযাত্রীদের জন্য মাইকিং করা হবে। সব বাসেতে একজন করে সাগর বন্ধু ভলেন্টিয়ার থাকবেন যারা তীর্থযাত্রীদের সহায়তা করবেন। তীর্থযাত্রী ও সংবাদমাধ্যমের জন্য ৫ লক্ষ টাকার বিমার ব্যবস্থা থাকছে। জি পি আর এস সিস্টেম চালু থাকবে। মেলা প্রাঙ্গনে নিরাপত্তার জন্য কুড়িটি ড্রোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় নজরদারি করা হবে। ইসরোর সাহায্যে এই প্রথম স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেম চালু হবে।
এই প্রথমবার মেলা প্রাঙ্গণে কিউআর কোড চালু হচ্ছে। এই কিউ আর কোড স্ক্যান করে দেখে নেওয়া যাবে মেলায় কোথায় কি রয়েছে।

বিষয়টি যে অত্যন্ত আকর্ষণীয় হচ্ছে তা একরকম পরিষ্কার।

হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close