স্কুল পড়ুয়ার সিগারেট খাওয়ার ছবি ভাইরাল হতেই লজ্জায়, অপমানে আত্মঘাতী হল। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার ইটখোলা অঞ্চলের গোলাবাড়ি গ্রামে। ঘটনাটি জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
সূত্রের খবর, ওই আত্মঘাতী স্কুল পড়ুয়া ইটখোলার রাজনারায়ণ উচ্চ মাধ্যমিক হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। ক’দিন আগে ওই পড়ুয়া স্কুলে তার কিছু বন্ধুদের সঙ্গে ধূমপান করে। এই ঘটনা দেখে কেউ তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। সেই ছবি ওই পড়ুয়ার আত্মীয়দের চোখে পড়ে। এর ফলে বাড়ি এবং আত্মীয় পরিজনদের মাঝে নানারকম সমস্যার সম্মুখীন হতে হয় তাকে। শুক্রবার বাড়িতে কেউ না থাকায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সেই ছাত্রী। তার পরিবারের চোখে ঘটনাটি পড়তেই তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের কর্মরত চিকিৎসকেরা তাকে দেখে তখন মৃত বলে ঘোষণা করেন। রসিকতা করে ছবি ভাইরাল করার পরিণতি যে এমন মর্মান্তিক হবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি কেউ। স্মার্টফোনের মত অতি প্রয়োজনীয় জিনিস হিসেবে বিজ্ঞানের আবিষ্কার যে কতটা ক্ষতিকর তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন মানুষ।
ফোর্টিন টাইমলাইন, ক্যানিং, দক্ষিণ ২৪ পরগণা।