বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকায় ন’তলা থেকে পড়ে গিয়েও প্রাণে বাঁচলো একটি শিশু।
সূত্রের খবর ,শিশুটির নাম অন্বেষা ঘোষ।বয়স ৮বছর। সে চতুর্থ শ্রেণীর ছাত্রী।বৃহস্পতিবার বাড়িতে চলছিল গৃহপ্রবেশের অনুষ্ঠান। সেই সময় সে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল।খেলতে খেলতে আচমকা সে ৯ তলা থেকে আবাসনের পাশে থাকা একটি হাই ড্রেনে পড়ে যায়।তার পরিবারের সদস্য এবং স্থানীয়দের চোখে ঘটনাটি পড়তেই তারা সেখান থেকে তাকে তরিঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানের কর্মরত চিকিৎসকেরা তাকে দেখে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান। বর্তমানে অন্বেষা এখন সেই হাসপাতালে চিকিৎসাধীন।
ফোর্টিন টাইম লাইন , দক্ষিণ ২৪ পরগনা।