South 24 Parganas : চোর সন্দেহে বেধড়ক মারধর, নিহত ১,আহত ২

আরও পড়ুন

চোর সন্দেহের বশে বেধড়ক মারধর তিন যুবককে। আর সেই মারধরের জেরেই মৃত্যু এক জনের। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দুই যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের পিয়ালিঘোলা ঘাটা এলাকায়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। সূত্রের খবর, গত সোমবার গোপাল সর্দার নাম এক ব্যক্তির বাড়িতে চুরি হয়। ওই ব্যক্তির বাড়ির অ্যাসবেস্টস ভেঙে ঘরের ভিতরে ঢুকে আলমারি থেকে দামি জিনিসপত্র চুরি করা হয়েছে বলে জানা গেছে। ঘটনায় এলাকারই তিন যুবক বিজয় সরকার। বয়স ১৯ বছর, সুব্রত গায়েন এবং জীবনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। চোর সন্দেহে ওই তিন যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে স্থানীয় জগদ্ধাত্রী মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করা হয় তাদের বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। পরিস্থিতি সামলে তারাই তিন যুবককে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই বিজয়কে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। বাকি দুই যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই কয়েকজনকে আটক করা হয়েছে। তিন যুবক আদৌ ঘটনায় জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, দক্ষিণ ২৪ পরগনা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close