বাংলা থেকে বর্ষা বিদায় নিলেও কমছে না ডেঙ্গি। কলকাতার পাশাপাশি জেলাতেও রোজই বেড়ে চলেছে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা। সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এমন সময় ফের ডায়মন্ড হারবারে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর সামনে এল। সূত্রের খবর মৃত ওই ব্যক্তির নাম আনন্দ নস্কর। বয়স ৪৮ বছর। গত সপ্তাহের মঙ্গলবার প্রবল জ্বর নিয়ে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি হন তিনি। দু’দিন পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাকে। বাড়িতে ফিরতেই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি । পরে পরিবারের সদস্যরা তাকে পুনরায় জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে কোনওভাবেই শারীরিক অবস্থার উন্নতি না হওয়ার ফলে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। মঙ্গলবার রাতে হাসপাতালেই মৃত্যু হয় তার। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ডেঙ্গিতেই মৃত্যু হয়েছে তার। এমন খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সদস্যদের ওপর।
ফোর্টিন টাইমলাইন, দক্ষিণ ২৪ পরগনা।