পর পর তিনটি কন্যাসন্তানের জন্ম। তার মধ্যে গায়ের রং চাপা। তাই, তৃতীয় সদ্যজাত কন্যাসন্তানকে খুন করলেন বাবা। ঘটনাটি ঘটেছে বসিরহাটের বাদুড়িয়া থানার পশ্চিম নাটুরিয়া গ্রামে।
সূত্রের খবর, অভিযুক্তের নাম রুহুল আমিন সর্দার। সোমবার রাতে তার স্ত্রী এক কন্যা সন্তানের জন্ম দেন। খবর পেয়ে রেগে যান রুহুল আমিন সর্দার। একেই পর পর তিনজনই মেয়ে সন্তান, অন্যদিকে গায়ের রং ময়লা। রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তিনি।
মঙ্গলবার সকালে বাচ্চাটি যখন ঘুমোচ্ছিল, তার মা কিছুক্ষণের জন্য বাইরে যান। সেই সুযোগেই তার বাবা ঘরে ঢুকে তাঁকে শ্বাসরোধ করে। এরপর তার মা এসে তাকে অচৈতন্য অবস্থায় দেখলে বাচ্চাটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন।
এমন অপ্রত্যাশিত খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রুহুল আমিন সর্দারকে আটক করে রাখেন গ্রামবাসীরা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে গ্রেফতার করেছে তাকে।
ফোর্টিন টাইম লাইন, বসিরহাট, উত্তর ২৪ পরগণা।