পিসির বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসে জলে ডুবে মৃত্যু হল এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মহেশতলা থানার সোনামুখী দাসপাড়ার রামকৃষ্ণ সরণি এলাকায়। এমন ঘটনায় শোকের ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।
সূত্রের খবর, মৃত ওই কিশোরীর নাম আরতি কুমারী। বয়স ৯ বছর। চতুর্থ শ্রেণির ওই পড়ুয়া পিসির বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিল। পুকুরে স্নান করতে নেমে এমন বিপত্তি ঘটে। বোনেদের সঙ্গে ওই পুকুরে স্নান করতে নামে আরতি। কিন্তু সে সাঁতার না জানায় পুকুরে স্নান করার সময় হঠাত্ই জলে ডুবে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই জলে তলিয়ে যায় ওই কিশোরী। চিত্কার চেঁচামেচি শুনে আশপাশের বাসিন্দারা জলে ঝাঁপ দিয়ে তুলে আনে তাকে। শরীরে ঢুকে যাওয়া জল বের করার চেষ্টা করেন তারা। কিন্তু কোনও লাভ না হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় আরতির।
ফোর্টিন টাইমলাইন, উত্তর ২৪ পরগনা।