North 24 Pargana : লরি চালকের কাছ থেকে মোবাইল ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা

আরও পড়ুন

পেট্রাপোলগামী লরি চালকের হাত থেকে মোবাইল ছিনতাই-এর ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার বনগাঁ ১ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। সোমবার রাত বারোটা নাগাদ একজন লরি চালক বনগাঁর এক নম্বর রোড সংলগ্ন এলাকার একটি এটিএম থেকে টাকা তুলতে যান। টাকা তুলে ফেরার পথেই তিনি যখন গাড়িতে উঠতে যান তখন তার হাত থেকে মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে পালায় কিছু অপরিচিত ব্যক্তি।

এবিষয়ে লরি চালক বিশ্বজিৎ সিং বলেন, তিনি দু’রাত-তিনদিন না ঘুমিয়ে গাড়ি চালিয়ে নাসিক থেকে পেট্রাপোলের উদ্দেশে যাচ্ছিলেন টোম্যাটো ভর্তি লরি খালি করার জন্য। এরপরই তিনি যখন বনগাঁতে ঢোকেন তখন তার গাড়ির মালিক তাকে কিছু টাকা পাঠান তার একাউন্টে। তিনি তখন বনগাঁ এক নম্বর রেলগেট সংলগ্ন একটি এটিএম থেকে টাকা তুলছিলেন। গাড়িতে যখন উঠতে যান তখনই কিছু অপরিচিত ব্যক্তি হঠাৎই এসে তার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এর পরবর্তীতেই তিনি বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন বিশ্বজিৎ সিং। তিনি আরও বলেন- আমরা দূর থেকে আসছি অপরিচিত অচেনা জায়গায় এখানে আমাদের সুরক্ষার কোনও ব্যবস্থা নেই। তাই পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, তারা যেনও সুরক্ষার ব্যবস্থা করেন এবং দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেন।

উত্তর ২৪ পরগণার বনগাঁ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close