গতবছর ডিসেম্বরে হাওড়ার নিশ্চিন্দিপুরের দুই গৃহবধূ দুই রাজমিস্ত্রীর সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান। তারাও দুই রাজমিস্ত্রির সঙ্গে প্রেমের সম্পর্কের টানেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন বলে খবর। সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল আজ উত্তর ২৪ পরগনার বাগদায়।
উল্লেখ্য, গতবছরের ঘটনার মতনই ঘটনা ঘটল এইবার বাগদায়। একই পরিবারের দুই গৃহবধূ এবার পলাতক দুই টোটো চালকদের সঙ্গে। তারাও প্রেমের টানেই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। জানা গেছে, শনিবার দু’জনেই ননদের বাড়ি যাচ্ছিলেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকেই তারা তাদের বাড়ি ফেরেননি।
সূত্রের খবর, সম্প্রতি সেই দুই গৃহবধূর সঙ্গে ওই দুই টোটো চালকের পরিচয় হয়। এরপর তাদের সম্পর্ক ধীরে ধীরে প্রেমের দিকে এগোতে থাকে। তাদের বাড়িতে তাদের সেই সম্পর্কের কথা জানলেও তারা যে এইভাবে বাড়ি থেকে পালিয়ে যাবে বাড়ির লোক তা কল্পনাই করতে পারেননি। ফলে, তারা পুরো ঘটনাটি পুলিশকে জানাতে বাধ্য হয়েছেন। পুলিশ তাদের তদন্ত শুরু করেছে।