Dakshin 24 Pargana : তৃণমূলের জয়ী প্রার্থীকে কুপিয়ে গুলি করে খুন

আরও পড়ুন

গুলিবিদ্ধ হয়ে ধারালো অস্ত্রের আঘাতে খুন হতে হল তৃণমূলের জয়ী প্রার্থীকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার মগরাহাট থানার পূর্ব গ্রাম পঞ্চায়েতের অর্জুনপুর এলাকায়। ওই তৃণমূল প্রার্থীর সঙ্গে গুলিবিদ্ধ হয়েছেন আরও এক ব্যক্তি। এমন ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, নিহত ওই ব্যক্তির নাম মৈমুর ঘরামি। আহত ওই ব্যক্তির নাম শাহজাহান মোল্লা। শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন মৈমুর ঘরামি নামে তৃণমূলের ওই জয়ী প্রার্থী। অভিযোগ, বাড়ি থেকে খানিকটা দূরে রাতের অন্ধকারে তাকে ঘিরে ধরে গুলি করে কিছু দুষ্কৃতী। গুলি করার সঙ্গে তাকে কোপানোও হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। ঘটনাটি চোখে পড়তেই তাকে বাঁচাতে আসেন তার এক প্রতিবেশী। তাকেও গুলি করে দুষ্কৃতীরা। এরপরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় মৈমুর ঘরামি ও শাজাহান মোল্লাকে উদ্ধার করে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। গ্রাম পঞ্চায়েতের অর্জুনপুরে তৃণমূলের জয়ী প্রার্থী মৈমুর ঘরামির সঙ্গে এলাকার বেশ কিছু দুষ্কৃতীদের সঙ্গে তার মতপার্থক্য হওয়ায় তারা হামলা চালিয়েছে বলে অনুমান করছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইম, মগরাহাট, দক্ষিণ ২৪ পরগণা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close