South 24 Pargana : মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে

আরও পড়ুন

মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে পৌঁছল। এমন ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিয়েছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং। বোমাবাজির পর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ওই দুই পক্ষের এক তৃণমূল কর্মী। তবে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। এঘটনার প্রতিবাদে পথ অবরোধও শুরু হয়।

সূত্রের খবর, গুলিবিদ্ধ ওই তৃণমূল কর্মীর নাম সুনীল হালদার। এলাকার ব্লক সভাপতি এবং স্থানীয় বিধায়কের গোষ্ঠীর মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে বিবাদের জেরে বুধবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্যানিং-এ সিপিএমের একটা অফিসেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। ক্যানিংয়ের এসডিপিও-সহ কয়েক জন পুলিশ কর্মীও ওই সংঘর্ষে জখম হয়েছেন।

ক্যানিং ব্লকের তৃণমূলের সভাপতি শৈবাল লাহিড়ির অভিযোগ, বুধবার তার অনুগামীরা মনোনয়নপত্র জমা দিতে গেলে তাদের ক্যানিং বাসস্ট্যান্ড চত্বরে আটকে দেয় দুষ্কৃতীরা। আরও অভিযোগ, স্থানীয় তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের অনুগামীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেন। এই আবহে ক্যানিং হাসপাতাল মোড় এলাকায় তৃণমূলের দু’পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ইটবৃষ্টির সঙ্গে বোমাবাজিও হয় বলে।

ফোর্টিন টাইমলাইন, দক্ষিণ ২৪ পরগনা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close