North 24 Pargana : তৃণমূল নেতাকে গুলি করে খুন হাড়োয়ায়

আরও পড়ুন

উত্তর ২৪ পরগণার হাড়োয়ার এক তৃণমূল নেতাকে খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠল এলাকা। আটক এক সহআরোহী, কর্তব‍্যরত দুই সিভিক ভলেন্টিয়ারকে জেরা, ঘটনাস্থল থেকে রক্তের নমুনা সংগ্রহ করল পুলিশ।

রবিবার ভোররাতে একদল দুষ্কৃতীর গুলিতে নিহত হয়েছেন হাড়োয়ার তৃণমূল নেতা সাহেব আলি গাজী। বসিরহাটের হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের এবারের জয়ী প্রার্থী তথা তৃণমূল কংগ্রেসের হাড়োয়া ১ নম্বর ব্লকের ক্ষেত মজুর সংগঠনের সভাপতি সাহেব আলি গাজী খুন হলেন। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। ইতিমধ্যেই তদন্তের স্বার্থে পুলিশ সেখ সাহেব আলির বাইক চালক মোর্শেদ সেখ-কে আটক করেছে। পাশাপাশি ঘটনাস্থল সামলা বাজার এলাকায় দুই কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে হাড়োয়া থানায় মুখোমুখি জেরা করছে পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই বসিরহাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকদের তরফে ঘটনাস্থলে এসে রক্তের নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে। সেখ সাহেব আলির পরিবারের দাবি, পরিকল্পনা করেই দুষ্কৃতীরা সাহেব আলিকে খুন করেছে। কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন সরকারি চাকরিরও।

শেষমেশ অপরাধীরা পুলিশের জালে ধরা পড়ে কি না সেটাই এখন দেখার।

উত্তর ২৪ পরগণার হাড়োয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close