তৃণমূল কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির রাধাগোবিন্দপুরে। তৃণমূল (TMC) কর্মীর এমন মৃত্যুতে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়ে যায়।
সূত্রের খবর, নিহত ওই তৃণমূল কর্মীর নাম কৃষ্ণপদ মণ্ডল। তিনি সন্দেশখালির কোড়াকাটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন। গত ১৬ এপ্রিল সোনারপুরে কাজ দেওয়ার নাম করে প্রণব মণ্ডল নামে এক ব্যক্তি কৃষ্ণপদবাবুকে সোনারপুরে নিয়ে যায়। সেইদিনের পর থেকে তার আর কোনও খোঁজ খবর পাওয়া যায় না। বাড়ির মালিক কৃষ্ণপদবাবুর পরিবারকে কোন খবর দেয়নি। তার পরিবারের দাবি, কৃষ্ণপদবাবুকে কাজ দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পনামাফিক খুন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ অকুস্থলে এসে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কিভাবে এই খুনের ঘটনাটি ঘটেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, সন্দেশখালি, উত্তর ২৪ পরগনা।