ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা UPSC পরীক্ষায় দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করলেন আলিপুরদুয়ারের বাপ্পা। ইন্ডিয়ান স্ট্যাটিসস্টিক্যাল সার্ভিস পরীক্ষায় দেশের মধ্যে দ্বিতীয় স্থানাধিকার করে তিনি পুরো অলিপুরদুয়ারবাসীকে গর্বিত করেছেন।
সূত্রের খবর, আলিপুরদুয়ারের দক্ষিণ মাঝেরডাবরি এলাকার বাসিন্দা বাপ্পা। তার বাবা গোপাল সাহা পেশায় রাজমিস্ত্রি। ছোট থেকেই হ্যারিকেনের আলোয় পড়াশোনা করতে হয়েছে বাপ্পা ও তার ভাই-বোনেদের। বাংলা মাধ্যমে পড়েও যে সর্বোচ্চ স্তরের সাফল্য অর্জন করা যায় তা তার থেকেই শিক্ষণীয়। তবে বর্তমানে তাদের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। পাকা বাড়িও হয়েছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় তিনি ভালো ফল করেও তাদের দারিদ্রতার কথা ভুলে যাননি। এলাকার দরিদ্র শিশুদের জন্যও তিনি কাজ করতে চান।
গত ১৯ ডিসেম্বর দিল্লির ইউপিএসসি ভবনে অনুষ্ঠিত হয় এই সার্ভিস পরীক্ষার ইন্টারভিউ রাউন্ড। যার ফলাফল প্রকাশিত হয়েছে গত বুধবারই। সেখানেই দেখা যায় ইন্ডিয়ান স্ট্যাটিসস্টিক্যাল সার্ভিস পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন আলিপুরদুয়ারের বাপ্পা সাহা। তার সাফল্যে স্বভাবতই খুশি তার পরিবার-সহ খুশি পাড়া-প্রতিবেশী।
ফোর্টিন টাইমলাইন, আলিপুরদুয়ার।Upsc