কলকাতা পুলিশের তৎপরতায় অভিযুক্ত 8 ইডি অফিসারের মামলার আবেদন স্বীকার করলো আলিপুর আদালত। খবরসূত্রে কয়লা পাচার মামলায় কয়েকজন ইডি অফিসারের সঙ্গে একজন সাক্ষীর কথোপকথন হয়েছে তার একটি অডিও রেকর্ড সামনে আসে। সেই প্রমান মারফত আলিপুর আদালত ৪ জয়েন্ট ইডি অফিসারের ভয়েস স্যাম্পল জমা দিতে বলেছে আগামী ৭ দিনের মধ্যে।এই ঘটনায় রাজ্যের এক প্রভাবশালী নেতার নাম উঠে এসেছিল। তারপরে তিনি ওই ৪ জন ইডি অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কালীঘাট থানায়। তারপর গতবছরই ওই অভিযুক্ত ৪ জন কে নোটিশ পাঠায় কলকাতা পুলিশ।কিন্তু তারা হাজিরা দেয়নি বরং কলকাতা পুলিশের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলে এবং তারা দিল্লী আদালতে আবেদন করেন যেন তাদের কোলকাতায় বারবার করে ডাকা না হয়। এরপরেই অভিষেক বন্দোপাধ্যায় ও অভিযুক্ত ৪ জন অফিসারকে তলব করে দিল্লী হাইকোর্ট। কিন্তু তাঁরা হাজিরা দেয়নি।
অন্যদিকে কলকাতা পুলিশের ওই তলবের বিরুদ্ধে আবার ইডির অফিসাররা দিল্লী হাই কোর্টে আবেদন করে। কলকাতা পুলিশের ওই নোটিশে স্থগিত আদেশ দেয় দিল্লী হাই কোর্ট। পরে আলিপুর আদালতের কাছে ভয়েস স্যাম্পেল টেস্টের আবেদন জানাই পুলিশ। অন্যদিকে দিল্লী হাই কোর্টে ১৮ মে এনিয়ে ফের শুনানি। তবে তদন্তের উপরে কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি।