দারিংবাড়ি বাস দুর্ঘটনায় মৃত রাজ্যের ৬ বাসিন্দা

আরও পড়ুন

ওড়িশা (Odisha) বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাজ্যের ৬ বাসিন্দার। ঘটনাটি ঘটেছে কান্ধমাল জেলার ফুলবনির কলিঙ্গ উপত্যকায় দুর্গাপ্রসাদ সীমান্তে। সূত্রের খবর, বাসটি ১১ দিনের যাত্রার জন্য পচিমবাং ছেড়ে দু’দিনেরও কম সময়ের মধ্যে দারিংবাড়ি পৌঁছে যায়। ঠিক সেই দিনই রাত ৯ টায় বিশাখাপত্তনমের উদ্দেশ্যে রওনা দেয়। কিছু সময় পরে বাস চালক বাসের ভারসাম্য হারিয়ে ফেলে এবং বাসটি কলিঙ্গঘাটিতে উল্টে যায়। এতে ছ’জন নিহত হন সঙ্গে আহত হয়েছেন ৪৫ জনেরও বেশি মানুষ।

মর্মান্তিক এই দুর্ঘনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে যায় দুর্গাপ্রসাদ এলাকার যুব শাখার কর্মীরা। সূত্রের খবর, বাসে প্রায় ৬৫ জনের মতো যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে ৫ জন ছিলেন হাওড়ার বাসিন্দা। ১ জন ছিলেন হুগলির আটপুরের বাসিন্দা স্বপ্ন গুছাইত (৫০)। রান্নার কাজের জন্য তিনি গিয়ে ছিলেন l তাদের এমন অস্বাভাবিক মৃত্যুর কথা শুনে শোকের ছায়া নেমে এসেছে ৬ পরিবার সহ আহতদের পরিবারের উপরেও।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close