Cooch Behar : গুলিবিদ্ধ বছর বারো-র এক নাবালক

আরও পড়ুন

গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের করলা এলাকায় গুলিবিদ্ধ হয়েছে এক নাবালক। তাকে আশঙ্কাজনক অবস্থায় কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। রবিবার বিকেলে করলা এলাকায় বছর বারোর এক নাবালক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, বাজার থেকে বাড়ি ফেরার পথে মাদ্রাসার পেছনে ঘটনাটি ঘটে। শুধু তাই নয়, সাংবাদিকরা তার পরিবারের সদস্যদের প্রশ্ন করলে তারা পুরো বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এদিকে আহত অবস্থায় ওই নাবালককে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এরপরে ওই নাবালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তড়িঘড়ি কোচবিহারে স্থানান্তরিত করা হয়েছে। এমন ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই দিনহাটা থানার পুলিশ হাসপাতালে এসে পৌঁছে পুরো বিষয়টি জানার চেষ্টা করছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তারা।

যদিও এমন ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় যে আতঙ্ক গ্রাস করবে তা বলার অপেক্ষা রাখে না।

কোচবিহার থেকে চন্দন দাসের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close