দিনেদুপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক বিজেপি নেতার। শনিবার ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়ায়।
সূত্রের খবর, মৃত ওই বিজেপি নেতার নাম রাজেন্দ্র সাউ, বয়স ৪০ বছর। তিনি আসানসোলের রানিগঞ্জ থানার রানিসায়ের এলাকায়। তিনি ছিলেন একজন রেশন দোকানের মালিক। সঙ্গে তিনি আসানসোল পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপির কনভেনার ছিলেন। এদিন দুপুরে জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির চাঁদা মোড়ের অদূরে বোগড়া কালীমন্দিরের কাছে ২ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ির ভেতর থেকে তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। তার ডান কানের নিচের দিকে গুলি লাগে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
খবর পেয়ে এলাকায় আসেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। দলের নেতার মৃত্যুতে শাসকদলকেই কাঠগড়ায় তুলে সরব হয়েছেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দিলীপ দে ও বিধায়ক অগ্নিমিত্রা পাল।
রাজেন্দ্র সাউকে কে গুলি করে মেরেছে ? কেনই বা মেরেছে ? এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, আসানসোল।