Siliguri : উদ্ধার হ’ল ৫২কেজি ৬০০গ্রাম গাঁজা সহ এক যুবক

আরও পড়ুন

গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল ২ মে, রবিবার বিকেলে বাগডোগরা থানার পুলিশ সহ এক যুবককে গ্রেফতার করেছে। যুবকটির থেকে ৫২ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

অভিযুক্ত রাজু সরকার

পুলিশসূত্রের খবর, ধৃত যুবকটির নাম রাজু সরকার, বয়স আনুমানিক ২৩ বছর। অভিযুক্তের ঠিকানা অসমের অন্তর্গত নওগাঁও জেলার লনকায়। জানা গেছে, ” গতকাল রবিবার বাগডোগরার গুরুদ্বোয়ারার কাছে অর্জুনপথ মোড়ে গাঁজা নিয়ে বাস ধরার জন্য অপেক্ষা করছিল ওই যুবক।গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সেখান থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় “।

তথ্যানুযায়ী, অভিযুক্তের কাছ থেকে ৫২ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ। সম্প্রতি বাগডোগরা থানায় অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস এর মামলা দায়ের করে আজ সোমবার, অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close