মঙ্গলবার সকালে সাপের কামড়ে মৃত্যু হল এক দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের বার্নিশ বাজার সংলগ্ন এলাকায়। মৃত ওই কিশোরীর নাম নন্দিতা কোঙ্গার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
মৃত কিশোরীর বাবা অমৃত নারায়ণ কোঙ্গার জানান, তার মেয়ে স্কুল যাওয়ার আগে প্রতিদিন মাটির ঠাকুর ঘর মুছে দিত। আজকেও সকালে ঘর মোছার জন্য গিয়েছিল। কিন্তু আচমকাই ইঁদুরের গর্ত থেকে একটি সাপ বেরিয়ে এসে নন্দিতার হাতে কামড় দিলে চিৎকার করতে থাকে সে ।আওয়াজ শুনে পরিবারের সদস্যরা তড়িঘড়ি ছুটে এসে দেখেন-তাদের শিশু কন্যাটি বিষাক্ত সাপের ছোবল খেয়ে চিৎকার করছে। সঙ্গে সঙ্গে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা শোনার পরেই শোকের ছায়া নেমে আসে পরিবারে। শিশুটির মা-বাবা রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন।
পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে ওই শিশুকে দিয়ে রোজদিন ঠাকুর ঘর মোছানোর বিষয়টি মেনে নিতে পারছেন না এলাকার মানুষ। তারা একযোগে অভিভাবকদের-ই দুষেছেন।
ফোর্টিন টাইমলাইন, ময়নাগুড়ি, জলপাইগুড়ি।