বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে চাকুলিয়র সুক্কর শিশাবাড়ি এলাকায়। বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় সাজ্জাদ আলম নামে এক ব্যক্তির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বাহিনী।
সূত্রের খবর, বৃহস্পতিবার ওই বাড়ির একটি ঘরে আগুন লাগতেই তা মুহূর্তের মধ্যেই পরপর তিন থেকে চারটি ঘরে ছড়িয়ে পড়ে। ঘটনাটি স্থানীয়দের চোখে পড়তেই তারা প্রথমেরা আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর তারা চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেন। দমকল বাহিনী আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সমস্ত কিছুই আগুনে পুড়ে ভূষ্মিত হয়ে যায়। তবে হতাহতের কোনও অনুমান, শর্ট সার্কিটের কারনে আগুন লাগে। তবে এই ঘটনায় প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। এর ফলে সরকারি সাহায্যের জন্য আর্জি জানিয়েছেন ওই পরিবারের সদস্যরা। তবে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছেন দমকল বাহিনীর আধিকারিক-সহ পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, চাকুলিয়া।