প্রেমে জয় পেল জলপাইগুড়ির এক প্রেমিক

আরও পড়ুন

বছর দুয়েক আগে প্রেমের স্বীকৃতি পেতে ধর্নায় বসেছিলেন জলপাইগুড়ির এক যুবক, অনন্ত বর্মন। প্রেমে জয়ীও হয়েছিলেন তিনি। তারপরেও হারানো প্রেম ফিরে পেতে ধর্নায় বসেছেন বেশ কয়েকজন প্রেমিক-প্রেমিকা। কেউ সুবিচার পেয়েছেন, তো কাউকে রীতিমতো মারধর খেতে হয়েছে। তবে অনন্তের পথে হেঁটে হারানো প্রেম এবার ফিরে পেল সঞ্জিত।

ভালোই চলে যাচ্ছিল তাদের ছ’বছরের প্রেমের সম্পর্ক। হঠাৎ, তাদের সম্পর্কের মাঝপথে হাত ছেড়ে চলে গিয়েছিলেন প্রেমিকা। সেই পুরনো ভালোবাসাকে ফিরে পেতে বৃষ্টিকে উপেক্ষা করেই ধরনায় বসেছিলেন প্রেমিক। বাড়ির বাইরে বৃষ্টির মধ্যে সেই যুবককে বসে থাকতে দেখে তার প্রেমিকার বাবা তাকে মেনেই নিলেন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধুপগুড়িতে।

প্রেমিকার জন্যে ধর্নায় বসে সঞ্জিত

সূত্রের খবর, প্রেমিকের নাম সঞ্জিত রায়। জলপাইগুড়ির ধুপগুড়ির বাসিন্দা তিনি। সেই এলাকার বাসিন্দা লক্ষ্মীর সঙ্গে দীর্ঘদিনের প্রেম ছিল তার। কোনও কারণে তাদের সম্পর্কে তিক্ততার সৃষ্টি হয়। তাদের সম্পর্কের কথা লক্ষ্মীর বাড়িতে জানাজানি হলে তার অন্যত্র বিয়ে দেবে বলে ঠিক করে পরিবার। ফলস্বরূপ, শুরু হয় লক্ষ্মীর জন্য পাত্র দেখা। এই খবর পেতে দেরি হয়নি সঞ্জিতের। তার পরিবারের সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করে সঞ্জিত। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি তার। এরপরই, লক্ষ্মীকে ফিরে পেতে তার বাড়ির সামনে অনাহারে ধর্নায় বসার সিদ্ধান্ত নেয় সঞ্জীব।

সোমবার সকালে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসে সঞ্জিত। তাকে অনেকে বুঝিয়ে বাড়িতে যাওয়ার কথা বললেও সে নাকোচ করে। এই খবর ছড়িয়ে পড়তেই তাকে দেখতে ভির জমান এলাকার স্থানীয় বাসিন্দারা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। সঞ্জিত বলে, প্রেমিকাকে না নিয়ে বাড়ি ফিরবেনা সে। বৃষ্টির মধ্যেও সে তার প্রেমিকার জন্যেই বাড়ির সামনে বসে থাকে। অবশেষে তার জেদেই বজায় থাকে। সঞ্জিতের জেদের কাছে শেষমেশ হার মানতে বাধ্য হয় লক্ষ্মীর বাবা। সোমবার রাতে বৃষ্টির মাঝেই তাদের চার হাত এক হয়।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close