Jalpaiguri : রেলগাড়ির ধাক্কায় নিহত স্কুল ছাত্রী

আরও পড়ুন

রেলগাড়ির ধাক্কায় নিহত হয়েছে এক স্কুল ছাত্রী। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির নাগরাকাটার সুভাষপল্লি লাগোয়া রেললাইনে। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

সূত্রের খবর, নিহত ওই কিশোরীর নাম রোজিনা বেগম, ১৭ বছর। সুলকাপাড়ার মংরুপাড়ার বাসিন্দা সে। এদিন বিকেলে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়িগামী একটি মালগাড়ির সঙ্গে তার ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে খবর। স্থানীয়দের চোখে এমন ঘটনা পড়তেই তারা পুলিশকে খবর দেন। কিছু সময়ের মধ্যেই পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। তদন্ত করে তার কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া যায় যা ভাঙা অবস্থায় পড়েছিল। পুলিশের অনুমান, মোবাইলে কথা বলার সময় রেললাইন দিয়ে পারাপার হতে গিয়ে ঘটনাটি ঘটেছে। তবে তদন্ত জারি রয়েছে।

ফোর্টিন টাইমলাইন, জলপাইগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close